কেন গীতা পাঠ আপনার জন্য জরুরি?

ধর্মগ্রন্থগুলির মধ্যে এখন পর্যন্ত শুধু শ্রীমদ্ভগবদগীতা আমি পড়েছি। নিতান্ত কৌতূহল বশত হাতে নিয়েছিলাম বইটি। বলাই বাহুল্য, আমি তো সংস্কৃত ভাষা এক বর্ণ বুঝিনা। তাই শ্লোকের নিচে দেওয়া অনুবাদ পড়ে বোঝার চেষ্টা করেছিলাম। আমার সীমিত জ্ঞানে খুব একটা গূঢ় অর্থ অনুধাবন করতে না পারলেও আমি মোটামুটি এর সারমর্ম বোঝার চেষ্টা অন্তত করেছি।

গীতা পাঠ আমার জন্য কেন জরুরি? আমি শুধু এতটুকুই বলব যে প্রত্যেকের জীবনে একবার অন্তত এই বইটি পড়া উচিত। এখানে যা লেখা রয়েছে তার সবকিছুই আমার কাছে খুব বাস্তব বলে মনে হয়েছে। যেন জীবনের অনেক সমস্যা, চিন্তা ভাবনার সমাধান এই গ্রন্থে পাওয়া যায়। অথচ আজকের থেকে কত আগে এই বই লেখা হয়েছে। আর যেটা সবচেয়ে ভাল লাগে তা হচ্ছে যে এতে শুধুমাত্র হিন্দুধর্মের ব্যাপারে লেখা নেই, সমগ্র মানবজাতির কথা আছে, যে কোনও ধর্মের মানুষ এই গ্রন্থ পড়ে সুফল লাভ করতে পারেন।

গীতায় তো অনেকগুলো শ্লোক আছে। আমি সব জায়গা পুরো বুঝতেও পারিনি। তবে এর মধ্যে অনেকগুলো শ্লোক আমার মনকে ছুঁয়ে গেছে, তার থেকে তিনটি এখানে ভাগ করে নিচ্ছি। এগুলো আমি নিজে মেনে চলতে চেষ্টা করি

সাংখ্য যোগ (শ্লোক ১৪)

মাত্রাস্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণসুখদুঃখদাঃ ।
আগমাপায়িনোহনিত্যাস্তাংস্তিতিক্ষস্ব ভারত ॥১৪॥

অনুবাদঃ হে কৌন্তেয়! ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়৷ সেগুলি ঠিক যেন শীত এবং গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল-প্রদীপ! সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা কর।

খুব দুঃখ পেলে বা চিন্তার মধ্যে থাকলে ওই শ্লোকটা মনের জোর এনে দিতে পারে, দুঃখ সহ্য করার ক্ষমতা দেয়।

কর্মযোগ (শ্লোক ১৮)
নৈব তস্য কৃতেনার্থো নাকৃতেনেহ কশ্চন ।
ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থব্যপাশ্রয়ঃ ॥১৮॥

অনুবাদঃ আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোন প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোন কারণ নেই। তাকে অন্য কোন প্রাণীর উপর নির্ভর করতেও হয় না।

জ্ঞানযোগ (শ্লোক ৩৮)

ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে ।
তৎ স্বয়ং যোগসংসিদ্ধঃ কালেনাত্মনি বিন্দতি ।।৩৮।।

অনুবাদঃ এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। এই জ্ঞান সমস্ত যোগের পরিপক্ব ফল৷ ভগবদ্ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মায় পরা শান্তি লাভ করেন।

Avatar

Leave a Comment