শিব শব্দের অর্থ হলো মঙ্গল আর লিঙ্গ শব্দের অর্থ হল প্রতীক। তাই শিব লিঙ্গ শব্দের অর্থ হল মঙ্গলের প্রতীক। এই ছোট বিষয় টা নিয়ে উগ্রবাদীরা যেভাবে মিথ্যাচার প্রচার করে তাতে বুঝা যায় তা কতখানি মুখ।
শিব লিঙ্গের উপরে তিনটি সাদা তিলক (দাগ) থাকে
- প্রথম অংশ শিব পিঠ
- দ্বিতীয় অংশ বিষ্ণু পিঠ
- তৃতীয় অংশ ব্রহ্মা পিঠ
যা আদি অন্তহীন সত্তার প্রতীক। তাই মঙ্গলের প্রতীক হিসেবে শিব লিঙ্গকে পূজা করা হয়।