ভগবান যদি সবই কিছু জানেন তাহলে আমাদের চিন্তা করে কি লাভ? সবকিছু ভগবানই ঠিক করে রেখেছেন!

ভগবান সবকিছুই জানেন বলেই, আমাদের চিন্তাটি নিষ্ক্রিয় থাকবে এমন নয়, আমাদের চিন্তা করতে হবে সেই পরমচিন্তামনির চরণাশ্রয়ে থাকার জন্য। ভগবান চিন্তাহীনভাবে থাকতে বলেননি। তিনি নির্দেশ দিয়েছেন………..

অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে। 

তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্।।

অন্য চিন্তা না করে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা সর্বদা ভক্তি সহকারে আমার সেবা করে, তাদের সমস্ত অভাব আমি পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুর আমি সংরক্ষণ করি।” ( গীতা ৯/২২ )

সুতরাং কর্তব্যটি হচ্ছে কৃষ্ণচিন্তায়। কৃষ্ণসেবায় অবশ্যই যুক্ত থাকা। আর যদি কৃষ্ণ বাদ দিয়ে অন্যচিন্তায় থাকি সেক্ষেত্রে কি পাব না পাব তাতে কৃষ্ণ দায়ী থাকছেন না। 

অতএব চিন্তাটি কৃষ্ণের জন্যে রাখলে সৎ চিন্তায় থাকা হয়। কৃষ্ণের জন্য না রাখলে দুশ্চিন্তায় থাকতে হবে। একেবারে নিশ্চিত বা চিন্তাশূন্য অবস্থায় কেউ থাকতে পারে না।

Avatar

এই ব্লগসাইট থেকে যদি কোন ভক্তদের বিন্দু মাত্রও লাভ হয়ে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি।

Leave a Comment