এই কলিযুগে কলিবদ্ধ মানুষ কায়মনবাক্যে কোন না কোনও ক্ষেত্রে অশুদ্ধই থাকে। কিন্তু কলিতে যুগধর্ম হরিনাম যব কীর্তনে মুক্ত হতেই নির্দেশ দেওয়া হয়েছে
শ্রীস্কন্দ পুরাণে বলা হয়েছে—
ন দেশকালাবস্থাসু শ্তদ্ধ্যাদিকমপেক্ষতে।
কিন্তু স্বতন্ত্রমেবৈতন্ মান কামমিতকামদম্ ।।
শ্রীহরির নাম কীর্তনে দেশ কাল অবস্থা বিষয়ে কোনও শুদ্ধতার অপেক্ষার প্রয়োজন নেই। হরিনাম সম্পূর্ণ স্বতন্ত্র এবং সর্ব অভীষ্ট প্রদ। হরিনামবিহীন অবস্থাটাই সবচেয়ে অশুদ্ধ অবস্থা বলে জানতে হবে।