কোন ব্যক্তি বিশেষের কথায় এই ধর্ম সৃষ্টি হয়নি। হাজার বছর ধরে ধর্মান্তর, শাস্ত্রবিকৃতি, সংস্কৃতি ধ্বংসের কারণে আজ আমরা লক্ষ্যহীন যাযাবরের মত ধর্মাচরণ করি। আমাদের প্রকৃত সনাতন দর্শন আজ আমরা ভুলে গিয়েছি। আজ আমরা লৌকিক আচারকে ধর্ম বলে অন্ধের লাঠি মত ধরে পড়ে আছি তা আসল সনাতন ধর্ম নয়। আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ এটি পর্যন্ত আমরা ভুলে গিয়েছি। অন্ধ হয়ে আজ আমরা হয়ে পড়েছি কুয়োর ব্যাঙের মত।
বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যোগ চলছে। এখনকার বেশিরভাগ মানুষ ইন্টারনেট, মোবাইল এ বেশি সময় অতিবাহীত করে, তাই এই ব্লগসাইটের মাধ্যমে ভগবানের বাণী প্রচারের চেষ্টা করছি। এই ব্লগসাইটের সকল তথ্য নানা রকম শাস্ত্রগ্রন্থ যেমন গীতা, ভাগবত, রামায়ন, মহাভারত ও মহান বৈষ্ণব ভক্তদের প্রবচন থেকে নেওয়া হয়।
বর্তমান জগতে সমস্ত কিছু অনলাইনে চলে আসছে প্রায় এমন কোন তত্ত্ব পাওয়া যায় না যা অনলাইনে নেই । কিন্তু অবাক করা বিষয় হলো বর্তমান সময়ে এসেও কিন্তু সনাতন ধর্মের অনেক তত্ত্ব এখনো অনলাইনে দেওয়া হয়নি । তাই আমাদের এই অভিপ্রায় – শাস্ত্র অধ্যয়ন করে এবং শুদ্ধ বৈষ্ণবের শ্রীমুখ হতে যা কিছু শ্রবণ করি তা চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য । আপনারা যদি চান তাহলে আপনারাও এখানে এর রেজিস্ট্রেশন করার মাধ্যমে লেখালেখি করতে পারেন এবং আপনার মন্তব্য শেয়ার করতে পারেন ।
এই ব্লগসাইট থেকে যদি কোন ভক্তদের বিন্দু মাত্রও লাভ হয়ে থাকে তাহলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে বলে মনে করি।